akadirbc@yahoo.com

01716-747401 01716-747401

প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য

-শিক্ষার্থীদের মনে সর্বশক্তিমান আল্লাহ তায়ালার প্রতি অটল আস্থা ও বিশ্বাস গড়ে তোলা এবং এর ভিত্তিতে শিক্ষার্থীর সামাজিক নৈতিক মূল্যবোদ জাগিয়ে তোলা।

-শিক্ষার্থীর মানবিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক, দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ ও আদর্শ মানুষ তৈরী করা।

-শিক্ষার্থীকে জীবনমুখী করে শিক্ষর্থীর মনে শ্রমের প্রতি মর্যাদাবোধ সৃষ্টি করা।

-শিক্ষার্থীর মধ্যে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, পরিচ্ছন্নতা, সাহসিকতা, সত্যবাদিতা এবং সর্বোপরি দেশাত্মবোধের বিকাশ সাধন করা।

-বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন এবং দৈনন্দিন জীবনে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের সামর্থ্য অর্জনে কম্পিউটার শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা।

-প্রয়োগমুখী, বস্তুনিষ্ঠ ও ইতবাচক দৃষ্টিভঙ্গি গঠনে ও আধৃনিক শিক্ষার প্রতি অধিক গুরুত্ব আরোপ করা।

প্রতিষ্ঠান প্রধানের বাণী

বিদ্যোৎসাহী, সমাজসেবক আলহাজ্ব মোঃ ইউসুফ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগীতায় ২০০৬ শিক্ষাবর্ষ হতে ডেমরা থানার পূর্ববক্স নগর এলাকায় প্রকৃতিক ও মনোরম পরিবেশে লতিফুন্‌নেছা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।অত্র এলাকার জনগোষ্ঠির সন্তান সন্ততির সুশিক্ষার জন্য এ বিদ্যাপীঠের পথযাত্রা শুরু হয়, অত্যন্ত সফল ভাবে। অত্র অঞ্চলের জনগোষ্ঠীর আশাআকাঙ্খার মূর্ত প্রতীক লতিফুন্‌নেছা উচ্চ বিদ্যালয়ের রয়েছে শিক্ষা মন্ত্রণলয় অনুমোদিত EIIN নাম্বার। বর্তমানে ব্যবসায় শিক্ষা শাখা কম্পিউটার বিজ্ঞানসহ মানবিক ও বিজ্ঞার শাখা চালু আছে এবং প্রক্রিয়া চলছে কলেজ শাখা চালু করার। প্রতিটি শ্রেনীতে অভিজ্ঞতা সম্পন্য মেধাবী শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী অত্যন্ত দক্ষতার সাথে পাঠদান করছেন।আমি দৃড় প্রত্যয় নিয়ে ঘোষনা করছি ঢাকা শহরে অধুনা যে সমস্ত বিদ্যালয়গুলো খ্যাতি অর্জন করেছে তাদের সাথে সমান তালে পাল্লা দদিয়ে এ প্রতিষ্ঠান এগিয়ে যাবে।
অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি,বিদ্যোৎসাথী ব্যক্তিগণ, দক্স শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছত্রীদের অক্লান্ত প্রছেষ্টায় বিদ্রালয়ে বিরাজ করছে সূষ্ঠ ও সুন্দর পরিবেশ। ছাত্র-ছাত্রীরা অত্র প্রদিষ্ঠানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ, দেশ ও জাতীর কল্যানে ব্রতী হবে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যৌক্তিক কারণে এই আশাবাদ ব্যক্ত করছি এবং এলাকার বিদ্যেৎসাহ ব্যক্তিবর্গের সহযোগীতায় আমাদের এ স্বপ্ন পূরন হবে ইনশাআল্লাহ।

প্রতিষ্ঠানের পরিসংখ্যান

11

Classes

175

Students

0

Teachers

0

Staffs

শ্রেনীভিত্তিক ছাত্র-ছাত্রীর পরিসংখ্যান

14

Play

17

One

14

Two

9

Three

13

Four

18

Five

22

Six

13

Seven

19

Eight

25

Nine

11

Ten

গুগল ম্যাপস